ঢাকায় ইন্টারনেট বন্ধের মহড়া
রাজধানীর একটি এলাকায় অফিস ছুটির পর টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা বন্ধের একটি সাময়িক মহড়ার আয়োজন করা হয়েছে। সোমবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে মধ্য রাত পর্যন্তএই মহড়া অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান যৌথভাবে এ মহড়ার আয়োজন করছে।
বিটিআরসি গণমাধ্যম বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. জাকির এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, গতকাল রোববার বিটিআরসি কার্যালয়ে এ সংক্রান্ত একটি বৈঠকে মহড়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে বিটিআরসিসহ মোবাইল অপারেটর, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি), আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরসহ সংশ্লিষ্ট টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন। এই মহড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কারিগরি সহযোগিতা করবে বিটিআরসি ও টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।
প্রসঙ্গত, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসী হামলার সময় জরুরি পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা বন্ধ করতে বেশ সমস্যায় পড়েছিল। এই সমস্যা কাটিয়ে উঠতেই এবার মহড়ার আয়োজন করা হচ্ছে। তবে ঠিক কোনো এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হবে সে বিষয়ে আগাম তথ্য জানানো হচ্ছে না।
মন্তব্য চালু নেই