ঢাকায় আসছেন বিজেপির ৬ নেতা
‘ধর্ম নিরপেক্ষতায় স্বামী বিবেকানন্দ’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিতে ঢাকায় আসছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র ড. শ্রী বিজয় শংকর শাস্ত্রীসহ দলের ছয় নেতা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ১৯ জুন বেলা আড়াইটায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সংগঠন বেদান্ত সাংস্কৃতিক মঞ্চ এ সভার আয়োজন করেছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বুধবার সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী বিনয় ভূষণ জয়ধর এ তথ্য জানিয়েছেন। সংগঠনের সভাপতি কিশোর কুমার সরকারের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে শ্রী বিনয় ভূষণ জয় ধর জানান, অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হয়ে ঢাকায় আসবেন বিজেপির জাতীয় মুখপাত্র ড. শ্রী বিজয় শংকর শাস্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেবেন বিজেপি’র জাতীয় কমিটির সদস্য শ্রী তরুণ বিজয় এমপি, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি’র সহ-সভাপতি ডা. সুভাষ সরকার ও সাধারণ সম্পাদক অমেলেন্দু চ্যাটার্জী, বিজেপি নেত্রী অভিনেত্রী রূপা গাঙ্গুলি ও লকেট চ্যাটার্জি।
এ ছাড়া মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ ও হিন্দুস্থান সমাচার পত্রিকার পরিচালক শ্রী শ্রীরাম যোশী, ঢাকেশ্বরী মন্দিরের সভাপতি শ্রী জি. এল ভৌমিক, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রী রমেশ চন্দ্র ঘোষ, রমনা কালী মন্দিরের সাধারণ সম্পাদক দয়াময় বিশ্বাস আলোচনা সভায় বক্তব্য দেবেন। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ড. শ্যামা প্রসাদ মুখ্যার্জী ফাউন্ডেশনের পরিচালক ড. শ্রী অনির্বাণ গাঙ্গুলি।
সংবাদ সম্মেলনে একই লিখিত বক্তব্যে ১৯ জুন ‘ধর্ম নিরপেক্ষতায় স্বামী বিবেকানন্দ’ শীর্ষক আলোচনা সভা আয়োজনের কর্মসূচি ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের দফতর সম্পাদক উজ্জ্বল চন্দ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক স্বাধীন ঘোষ, অঞ্জন কুমার বৈদ্য ও বিধান চন্দ্র প্রমুখ।
মন্তব্য চালু নেই