ঢাকায় আসছেন উইলিয়াম টড
চলতি সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উইলিয়াম টড। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, টড শিগগিরই ঢাকা আসছেন। উইলিয়াম টডের সফর নিয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা হয়েছে। সফরে উইলিয়াম টড প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, পুলিশ মহাপরিদর্শক ও অন্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এক প্রশ্নের জবাবে বার্নিকাট বলেন, বাংলাদেশ জিএসপি সুবিধা পাবে। কিন্তু তার জন্য যুক্তরাষ্ট্র প্রণীত অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করতে হবে। এ সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশ অবশ্যই আলোচনায় যোগ দিতে পারে।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
মন্তব্য চালু নেই