টাঙ্গাইলে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত
ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশে ঢাকা থেকে লালমনিরহাটগামী আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ট্রেনটি বঙ্গবন্ধু সেতুপূর্ব পাথাইলকান্দিতে লাইনচ্যুত হয়।
এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান ও বঙ্গবন্ধু সেতুপূর্ব সহকারী রেলস্টেশনের মাস্টার আব্দুল মান্নান জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটির বঙ্গবন্ধু সেতুপূর্ব পাথাইকান্দিতে ইঞ্জিনসহ তিনবগি লাইনচ্যুত হওয়ায় রাত থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এরই মধ্যে ঢাকা দিকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, ঈশ্বরদী লোকালসহ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। এখন পর্যন্ত কোনো উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে না আসায় লাইনচ্যুত ট্রেনটির উদ্ধার কার্যক্রম এখনো শুরু হয়নি।
মন্তব্য চালু নেই