ঢাকার প্রেক্ষাগৃহে সালমান শাহ
প্রায়ত চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর মাত্র এক বছর আগে মুক্তি পায় ‘দেন মোহর’ ছবিটি। সফি বিক্রমপুরীর পরিচালনায় এই ছবিতে তৃতীয়বারের মতো জুটি বাঁধেন সালমান শাহ ও মৌসুমী। মুক্তির পর দুই দশক পেরিয়ে গেলেও এখনও ছবিটির আবেদন কমে যায়নি। তাই রাজধানীর একটি প্রেক্ষাগৃহে আবারো ‘দেন মোহর’ ছবিটি মুক্তি দেয়া হয়েছে।
রাজধানীর মালিবাগে অবস্থিত পদ্মা প্রেক্ষাগৃহে চলছে ‘দেন মোহর’। এই ছবিতে ‘শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি’ শিরোনামে একটি গান রয়েছে। খালিদ হাসান মিলু ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গাওয়া এই গানটি তখন সবার মুখে মুখে ছিলো।
মন্তব্য চালু নেই