ঢাকার জলাবদ্ধতায় ক্ষতি হবে ১১ হাজার কোটি টাকা
রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসন না হলে ২০৫০ সালের মধ্যে ক্ষতি হবে ১১০ বিলিয়ন ডলার বা ১১ হাজার কোটি টাকা। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় নিয়ে মাত্র ২৭০ কোটি টাকা খরচ করে এই ক্ষতি কমানো সম্ভব।
আজ সোমবার সকালে ঢাকায় ‘জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় ঢাকা ও এর আশপাশের এলাকার সক্ষমতা’ শীর্ষক প্রতিবেদনে এ কথা জানায় বিশ্বব্যাংক।
আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে এই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, বিশ্বব্যাংক বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান ক্রিস্ট্রিন কেইমস, পরিবেশ বিষয়ক প্রধান অর্থনীতিবিদ ডক্টর সুস্মিতা দাশগুপ্তসহ অন্যরা।
প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে আগামী ২০৫০ সালে ঢাকার বৃষ্টিপাত ১৬ শতাংশ বেশি হবে। এখন টানা ১২ ঘণ্টা বৃষ্টি হলে ঢাকার ৯০ শতাংশ ওয়ার্ড তলিয়ে যায়।
জলবায়ু পরিবর্তন না হলে সুয়ারেজ ও ড্রেনেজ অবকাঠামোর উন্নয়নে বিনিয়োগ ২৭০ কোটি টাকা দরকার বলেও জানানো হয় প্রতিবেদনে।
মন্তব্য চালু নেই