ঢাকার গাবতলী টার্মিনাল থেকে প্রায় সাড়ে ১৭কেজি সোনার বার উদ্ধার ।। আটক ১

ঢাকার মিরপুরের গাবতলী বাস টার্মিনাল থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণের বিস্কুটসহ (সোনার বার) এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় ছয় কোটি টাকা। সোমবার সকালে দারুসসালাম থানার দারুসসালাম থানার এসআই ইদ্রিস আলী তাকে আটক করেন। মিরপুর জোনের সহকারী কমিশনার শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি সকালে ঝিনাইদহ যাওয়ার জন্য গাবতলী বাস টার্মিনালে আসেন। এসময় দারুসসালাম থানার পুলিশ সন্দেহজনকভাবে তাকে তল্লাশি করে ১৭ কেজি ৪৪০ গ্রাম স্বর্ণের বিস্কুট পান। প্রাথমিক জিজ্ঞাসাবদে জাহিদুল ইসলাম পুলিশকে জানান, স্বর্ণগুলো তাকে এক ব্যক্তি দিয়েছেন ঝিনাইদহ পৌঁছে দেয়ার জন্য। তবে কে দিয়েছেন এবং কার কার কাছে পৌঁছে দিতে বলেছেন তা বলেননি। জাহিদুল ইসলামের বাড়ি ঝিনাইদহ। তিনি ঢাকায় বসবাস করেন। একসময় স্টিলের আলমারি তৈরির কাজ করতেন তিনি। বর্তমানে কোনো পেশার সঙ্গে জড়িত নন। পুলিশের ধারণা, তিনি স্বর্ণ চোরাচালানি চক্রের সঙ্গে জড়িত।

































মন্তব্য চালু নেই