ঢাকার খালগুলো প্রভাবশালীর দখলে : আনিসুল হক

ঢাকার খালগুলো প্রভাবশালীর দখলে, জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগ দরকার বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খাল ও নর্দমাগুলোতে ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলা বন্ধ করতে হবে। রাজধানীবাসীকে আরো সচেতন হতে হবে। সম্মেলিত প্রচেষ্টাতেই নাগরিক সমস্যা দূর করা সম্ভব। শুধু সিটি করপোরেশনের পক্ষে সব সমাধান সম্ভব নয়।

আজ শনিবার দুপুরে রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন। আনিসুল হক বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে খাল ও নর্দমাগুলো দখল হয়ে যাচ্ছে। বহু খাল আছে প্রভাবশালীরা দখল করে আছেন। এছাড়া তিনি নাগরিকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান।



মন্তব্য চালু নেই