ডেসটিনির চেয়ারম্যান-এমডির জামিন স্থগিত

1469939204অর্থ পাচারের দুই মামলায় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের হাইকোর্টের দেয়া জামিন ১১ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ।

আজ রবিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের ফলে আপাতত মুক্তি পাচ্ছেন না আসামিরা।

এর আগে বিচারপতি মো. রুহুল কুদ্দুসের ডিভিশন বেঞ্চ সংশ্লিস্ট থানায় পাসপোর্ট জামা রাখা ও বিদেশে যেতে আদালতে অনুমতি নিতে হবে শর্তে তাদের জামিন মঞ্জুর করেন।

এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক। আবেদনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও আসামি পক্ষে শুনানি করেন আজমালুল হোসেন কিউসি।

দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ২০১২ সালের ৩১ জুলাই তাদের বিরুদ্ধে অর্থপাচার ও জনগণের অর্থ আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দু’টি দায়ের করেন।

এ দুই মামলায় আসামিরা ২০১২ সালের ১১ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে তারা কারাবন্দি রয়েছেন।



মন্তব্য চালু নেই