ডেলের ট্যাবলেটে থ্রিডি ক্যামেরা

পৃথিবীর সবচেয়ে পাতলা ট্যাবলেট নিয়ে হাজির হয়েছে ডেল। ট্যাবলেটটির মডেল ‘ডেল ভেন্যু ৮ ৭০০০’। আকর্ষণীয় ডিজাইন এবং উদ্ভাবনী প্রযুক্তির কারণে ট্যাবলেটটি সিএইএস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে।

আনড্রয়েড চালিত এই ট্যাবলেটটি আছে ওএলইডি ডিসপ্লে। ডিসপ্লের পিক্সেলের ধারণক্ষমতা ২৫৬০ গুণন ১৬০০ রেজুলেশন। ডিসপ্লের কাঠামোতে ৬ মিমির পাতলা ফ্রেম ব্যবহার করা হয়েছে। এটিই বিশ্বের প্রথম ট্যাবলেট যেটিতে ইন্টেলের রিয়েল সেন্স থ্রিডি ক্যামেরা বসানো হয়েছে।

ট্যাবলেটিতে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম কিটক্যাট ৪.৪ ব্যবহার করা হয়েছে। এটিতে ১৬ জিবি মেমেরি স্টোরেজ রয়েছে। এটির প্রসেসর ইন্টেলের অ্যাটম কোয়াড কোর। যেটির ক্লক স্প্রিড ২.৩ গিগাহার্টজ।

ট্যাবলেটটিতে আরো আছে ডেল গ্যালারি, ৩ডি এডিটিং, স্মার্ট অ্যালবাম। এটির মাইক্রো এসডি স্লটে ৫১২ জিবি পর্যন্ত মেমেরি সংযুক্ত করা যায়। এছাড়া, ব্লুটুথ এবং ওয়াইফাই কানেকটিভিটি রয়েছে।

ট্যাবলেটির মূল্য ৩ শ’ ৯৯ ডলার। যা কিনা বাংলাদেশী টাকায় ৩১ হাজার ৪৫ টাকা।



মন্তব্য চালু নেই