ডেটা চুরি ঠেকাতে গুগল ক্রোমের ‘সিকিউরিটি এক্সটেনশন’

গুগল ক্রোম ওয়েব ব্রাউজারের জন্য নতুন ‘সিকিউরিটি এক্সটেনশন’ উন্মুক্ত করেছে ওয়েব জায়ান্ট গুগল। ব্যবহারকারীর ইমেইলের পাসওয়ার্ডসহ অন্যান্য ব্যক্তিগত ডেটা চুরি হওয়া ঠেকাতে কাজ করবে ‘পাসওয়ার্ড অ্যালার্ট’ নামের এক্সটেনশনটি।

রয়টার্স জানিয়েছে, ক্রোম ব্রাউজারে বিনামূল্যে ডাউনলোড করা যাবে ‘পাসওয়ার্ড অ্যালার্ট’। ইন্টারনেট ব্রাউজ করার সময় কোনো সাইবার প্রতারণা, পাসওয়ার্ড ও গুরুত্বপূর্ণ ডেটা চুরির উদ্দেশ্যে সাইবার অপরাধীদের তৈরি কোনো ‘ফিশিং’ পেইজে প্রবেশের আগেই ব্যবহারকারীকে সতর্ক করে দেবে এক্সটেনশনটি।

সাইবার অপরাধীরা পাসওয়ার্ড চুরির উদ্দেশ্যে প্রতিদিন কয়েক লাখ ‘ফিশিং’ মেইল পাঠায় বলে জানিয়েছে রয়টার্স। গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির মেইলিং প্লাটফর্ম থেকে পাঠানো মেইলের মধ্যে ২ শতাংশ পাসওয়ার্ড চুরির উদ্দেশ্যে পাঠানো হয়।

‘পাসওয়ার্ড অ্যালার্ট’ সতর্ক করে দেওয়ার পরও ব্যবহারকারীরা ওই সাইটে বা পেইজে তাদের পাসওয়ার্ড দেবেন কিনা সে সীদ্ধান্ত আপাতত ব্যবহারকারীদের উপরই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক্সটেনশনটির প্রধান প্রকৌশলী ড্রিউ হিন্টজ।

‘পাসওয়ার্ড অ্যালার্ট’ এক্সটেনশন তৈরি করতে গুগলের প্রকৌশলীদের প্রায় তিন বছর সময় লেগেছে বলে জানিয়েছে রয়টার্স।



মন্তব্য চালু নেই