ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদ্দুনবী সোহেল।

মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলাটি দায়ের করেন সোহেল।

সোহেলের আইনজীবী রাসেল মাহমুদ মান্না বলেন, ‘ওয়ান ইলেভেন ও তার পরবর্তী সময়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করায় আমার বাদী ও সাক্ষীগণের মানহানি হয়েছে। তাই মানহানি মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়েছেন। আশা করছি আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করবেন।’



মন্তব্য চালু নেই