ডুবে যাওয়ার ৩ ঘণ্টা পর শিশু জীবিত উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

পানিতে ডুবে যাওয়ার তিন ঘণ্টা পর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের নড়িয়াল গ্রামে এ ঘটনা ঘটে।

ওই শিশুর নামে ওমর ফারুক (১৩)। তার বাবার নাম সনেট আলী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানায়, বৃষ্টির পানিতে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট খালে স্রোতের সৃষ্টি হয়। নড়িয়াল গ্রামের শিশুরা খালের পানিতে লাফালাফি খেলছিল। এর একপর্যায়ে ওমর ফারুক নামের ওই শিশু পানিতে ডুবে যায়। অন্য শিশুরা বিষয়টি টের পেয়ে গ্রামে সংবাদ দিলে এলাকাবাসী খোঁজ করতে থাকে। পরে ডুবে যাওয়ার ৩ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ৩০০ মিটার দূরে গ্রামের মানুষ তাকে পানিতে ভেসে থাকতে দেখে জীবিত অবস্থায় উদ্ধার করে।

কলমা ইউনিয়নের চেয়ারম্যান ও তানোর উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না জানান, পানি থেকে জীবিত উদ্ধার করার ওমর ফারুক অসুস্থ ছিল। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তোলা হয়েছে। ডুবে যাওয়ার ৩ ঘণ্টা পরে জীবিত উদ্ধার হওয়া ওমর ফারুক কে দেখতে আশেপাশের গ্রাম থেকে মানুষ ভিড় করছে।



মন্তব্য চালু নেই