ডিসেম্বরে নতুন পে স্কেল
আগামি ডিসেম্বরে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন বেতন কাঠামো তৈরি করতে ইতিমধ্যে পে কমিশন গঠন করা হয়েছে। শনিবার দুপুরে জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, নতুন বেতন কাঠামোর জন্য একটি পে কমিশন গঠন করা হয়েছে। কমিশন ডিসেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিলে ওই মাসেই নতুন পে স্কেল ঘোষণা করা হবে। পোশাক শিল্পের মজুরি কাঠামো নিয়ে প্রধানমন্ত্রী সংসদে আরো বলেন, শ্রমিকদের আর্থিক, স্বাস্থ্য, খাদ্য এবং ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছে। পৃথিবীর কোনো দেশ এতো অল্প সময়ে শ্রমিকদের মজুরি বাড়াতে পারেনি। প্রত্যেকটি পোশাক কারখানা পর্যবেক্ষণ করতে পরিদর্শক নিয়োগ দিচ্ছি। শ্রমিকদের নিরাপত্তা দিতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য চালু নেই