ডিসি সম্মেলন ২৮ জুলাই

আগামী ২৮ জুলাই মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় ওই সম্মেলনের উদ্বোধন করবেন।

রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ কথা জানান।

তিনি জানান, সম্মেলনে শুধু জেলা প্রশাসকরাই নয়, বিভাগীয় কমিশনার, মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব এবং সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সম্মেলনে মোট সেশন হবে ২২টি। এর মধ্যে কার্য অধিবেশন থাকবে ১৮টি।

অংশগ্রহণকারী মন্ত্রণালয়ের সংখ্যা ৩৯টি হলেও দুই থেকে তিনটি মন্ত্রণালয় একত্রিত করে মোট ১৮টি অধিবেশনে সম্মেলন সম্পন্ন করা হবে।

সম্মেলনে ডিসিদের পক্ষ থেকে ২৫৩ টি প্রস্তাব এসেছে। এর মধ্যে ২৫ টি প্রস্তাব ভূমি এবং ২৪টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের।

এই সম্মেলনে প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণ শেষে জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রীর মধ্যে মুক্ত আলোচনা হবে।

দ্বিতীয় দিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রশাসকরা । রাষ্ট্রপতি তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

তিন দিনব্যাপি অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন , স্থানীয় সরকারের কার্যক্রম জোরদার, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচির বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ই-গভর্নমেন্ট, শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ ইত্যাদি।



মন্তব্য চালু নেই