‘ডিসিসি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করবে র্যাব’
র্যাবের প্রধান বেনজীর আহমেদ বলেছেন, ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণা হলে এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র্যাবের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে ডিসিসি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান র্যাব প্রধান।
এর আগে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ, চার নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও মোহাম্মদ শাহ নেওয়াজ এবং ইসি সচিবালয়, শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনী বিষয় নিয়ে বৈঠক করেন।
মন্তব্য চালু নেই