সীমানা নির্ধারণের গেজেটের অপেক্ষা

ডিসিসি নির্বাচন: নির্দেশনা না এলেও প্রস্তুত ইসি

ঢাকা সিটি করপোরেশনের (ইসি) সীমানা নির্ধারণ নিয়ে কোনো প্রকার গেজেট বা নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম।
প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন করার ব্যাপারে ঘোষণা দেন। যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। তারই পরিপ্রেক্ষিতে ইসি সচিব মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সামনে এ কথা জানান।
কমিশন সচিব সিরাজুল ইসলাম বলেন, ‘গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকায় সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ নিয়ে গেজেট প্রকাশের সাংবাদ দেখছি। কিন্তু এ সংক্রান্ত আমরা কোনো গেজেট বা নির্দেশনা হাতে পাইনি।’
প্রধানমন্ত্রীর নির্দেশের পর নির্বাচন নিয়ে ইসি কতটা প্রস্তুত আছে এ ব্যাপারে জানাতে চাইলে সিরাজুল ইসলাম বলেন, ‘ডিসিসি নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের ৪০ লাখ ভোটার তালিকাও প্রস্তুত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে বলা আছে যদি নির্বাচন হয় তবে তারা অর্থ দেবে।’
বিভিন্ন পরীক্ষা ও চলমান অবস্থায় ডিসিসি নির্বাচন করলে কোনো সমস্যা হবে কি না? এমন প্রশ্নে তিনি বলেন, ‘একটি নির্বাচন করতে গেলে অনেক কিছুই ভাবতে হয়। শান্তিপূর্ণ পরিবেশে সবাই যাতে নির্বাচনে অংশ নিতে পারে সে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সেই সঙ্গে বিভিন্ন পরীক্ষার বিষয়টিও মাথায় রাখা হচ্ছে।’
আগামী মার্চে বা এপ্রিলের মধ্যে ডিসিসি নির্বাচন হবে কি না জানতে চাইলে সিরাজুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে।’
চট্টগ্রাম সিটি নির্বাচন হতে কোনো বাধা আছে কি না এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘সেখানে কোনো বাধা নেই, রোজার আগে জুনের ১৫ তারিখের মধ্যেই সিসিসি নির্বাচন হবে।’



মন্তব্য চালু নেই