ডিসিসির আয়তন বাড়ছে, যুক্ত হচ্ছে ১৭ ইউনিয়ন

ঢাকা সিটি করপোরেশনের (উত্তর-দক্ষিণ) আয়তন বাড়ছে। এই দুই সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকার আশপাশের ১৭টি ইউনিয়ন।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এ তথ্য জানান।

সচিব বলেন, ‘ঢাকার বাসিন্দারা প্রয়োজনীয় পানির ৭৮ ভাগ ভূগর্ভস্থ উৎস থেকে পাচ্ছেন । বাকি ২২ ভাগ সরবরাহ করা হচ্ছে ভূ-উপরিভাগের উৎস থেকে। মাটির নিচের পানি ওঠানোর ফলে যে জায়গা ফাঁকা হচ্ছে তা রিচার্জের কোনো ব্যবস্থা হচ্ছে না। এ কারণে পদ্মা-মেঘনাসহ বিভিন্ন নদী থেকে পানি এনে তা পরিশোধন করে ব্যবহারের জন্য সরবরাহ করা হবে। এজন্য ২২ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বুড়িগঙ্গা নদীর অবস্থা এখন খুব খারাপ। শুধু এ নদী নয়, দেশের সব নদনদীর পানি বিশুদ্ধ রাখার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।’



মন্তব্য চালু নেই