‘ডিসলাইক’ বাটন দেবে না ফেসবুক
ব্যবহারকারীদের দাবি থাকলেও ডিসলাইক বাটন দেবে না ফেসবুক। এ কথা জানিয়েছেন স্বয়ং ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গ।
সান ফ্রান্সিসকোর মেনলো পার্কে এক প্রশ্নোত্তর পর্বে মার্ক বলেন, আমার কাছে বেশ কয়েকজন ‘ডিসলাইক’ বাটন দাবি করেছেন। তারা দুনিয়াকে বলতে চান, কোন কোন পোস্ট তাদের ভালো লাগেনি। কিন্তু আমরা তা বানাতে চাইছি না। কারণ মানুষের কাছে কোনটা ভালো, কোনটা খারাপ- তা নিয়ে ফেসবুকে আমরা কোনও ভোটাভুটির পর্যায়ে যেতে চাই না।
তিনি আরও বলেন, ‘লাইক’ বাটনের পাশাপাশিও কোনও পোস্ট বিশেষভাবে ভালো লাগলে, তা নিয়ে মতামত জানাতে নয়া কিছু ভাবছে ফেসবুক। আমরা চাই মানুষ যাতে সহজে নিজের আবেগকে প্রকাশ করতে পারে ফেসবুকের মাধ্যমে।
মন্তব্য চালু নেই