ডিমলায় বাবার অভিযোগে নেশাগ্রস্ত পুত্রের ৩ মাসের জেল

হামিদা আক্তার বারী, ডিমলা (নীলফামারী) থেকে : নীলফামারীর ডিমলা উপজেলায় পিতার অভিযোগে নেশাগ্রস্ত পুত্রের তিন মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া (ভাটিয়াপাড়া) গ্রামের ঔষধ ব্যবসায়ী মো: মোমিনুর রহমানের পোষ্য পুত্র ১ সন্তানের জনক মো: শেখ ফরিদ রানা ওরফে ফরিদ (২২)’র বিরুদ্ধে অভিযোগ করে তার পিতা। সে বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে পড়লে মানসিক ভাবে ভারসাম্য হারিয়ে ফেলে বেশকিছু দিন পূর্বে। অনেক চিকিৎসা করেও সুস্থ্য হয়নি নেশা গ্রস্ত ফরিদ। ইদানিংকালে ফরিদ আরো নেশী নেশাগ্রস্ত হয়ে পড়লে বাড়ী ও দোকানের বেশ ক্ষয়ক্ষতি করে এবং টাকাপয়সা দেখলেই নিয়ে যায়। এ ঘটনায় ১৪ মে (শনিবার) সকালে পিতা মোমিনুর রহমান ডিমলা থানায় ভারসাম্যহীন পুত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রেক্ষিতে ডিমলা থানা পুলিশ নেশাগ্রস্ত ফরিদকে থানায় আটক করে। পরে ডিমলা সহকারী ভূমি কমিশনার (এ্যাসিল্যান্ড) ও ভ্রাম্যমান আদালদের বিচারক মিলন্টন চন্দ্র রায় ফরিদের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মোবাইল কোড নং-৩৯/১৬। পিতার অভিযোগে পুত্রের কারাদন্ডের খরব নিশ্চিত করেছে থানা পুলিশের এসআই তাজুল ইসলাম। আসামী ফরিদকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানার ওসি রুহুল আমিন খান নিশ্চিত করেন।



মন্তব্য চালু নেই