ডিমলায় জামায়াতের ডাকা অর্ধ দিবস হরতাল পালিত, গ্রেফতার ১

ডিমলা উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারকে গ্রেফতারের পর জেল হাজতে পাঠানোর প্রতিবাদে স্থানীয় জামায়াতের ডাকা অর্ধদিবস হরতাল আজ দুপুর দুই টায় শেষ হয়েছে ।
এ সময় রেজাউল ইসলাম (৪৫) নামে এক জামায়াত কর্মীকে আটক করে পুলিশ ।
দুপুর ১২ টায় রেজাউল ইসলামকে মেডিকেল মোড়ের তার ওষুধের দোকান থেকে তুলে আওয়ামী লীগ অফিসে নিয়ে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা । এ সময় পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে গ্রেফতার দেখায় । গ্রেফতারকৃত রেজাউল শহরের সরকার পাড়ার ইলিয়াস হোসেনের পুত্র ।
এদিকে বুধবার ভোর হতে হরতাল সমর্থকরা উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান নেয় । উপজেলা শহর ছাড়াও উপজেলার দূরবর্তী বাজার ও গুরুত্বপুর্ণ বাজার-মোড়ে অবস্থান নিয়ে মিছিল-মিটিং ও পিকেটিং করে হরতাল সমর্থকরা ।
হরতালে দোকান-পাট বন্ধ সহ সড়কে সকল ধরনের যান চলাচল কম ছিল ।
এদিকে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় পুলিশের অতিরিক্ত টহল লক্ষ্য করা গেছে ।
উপজেলা জামায়াত কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ । তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি ।
প্রসঙ্গত, গত ৩ মে রাত সাড়ে ৯ টার দিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মসজিদ চত্বর থেকে জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারকে গ্রেফতার করে ডিমলা থানা পুলিশ ।



মন্তব্য চালু নেই