ডিমলায় গাঁজা ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার
হামিদা আক্তার বারী,ডিমলা (নীলফামারী) থেকে: বুধবার রাত গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিমলা থানা পুলিশ বলে খবর পাওয়া গেছে।
নীলফামারীর ডিমলা থানার সিনিয়র এসআই শাহাবুদ্দিন ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের ঝাকুয়া পাড়ার সরবেশ খানের পুত্র হাবিব খানের বাড়ী থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয় ।
যারা গ্রেফতার হয়েছেন তারা হলেন- উপজেলার বাবুরহাট গ্রামের সরবেশ খানের পুত্র হাবিব খান (৪০), দক্ষিন বালাপাড়া গ্রামের আজিজুল ইসলামের পুত্র শাহিনুর রহমান (২৫), মধ্যছাতনাই গ্রামের শকেত আলীর পুত্র মিলন (২৫) ও বন্দর খড়িবাড়ী গ্রামের আজিজুল ইসলামের পুত্র কাওয়ার আলী (২৬)।
আটককৃত নিকট থেকে ৬৫ পিচ ইয়াবা, ইয়াবা বিক্রির ৩ হাজার ৮ টাকা, প্রায় ১’শ গ্রাম গাঁজা পাওয়া যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে ।
এ ব্যাপারে ডিমলা থানার ভারপাপ্ত কর্মকর্তা রুহুল আমিন খাঁন জানান , আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে তাদেরকে কোর্ট এ প্রেরণ করা হয়েছে বলে নিশ্চত করেছেন।
মন্তব্য চালু নেই