ডিবি কার্যালয়ে বাবুল আকতারের শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদ
চট্টগ্রামের প্রাক্তন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্তে মিতুর বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করেছে মামলার তদন্ত কর্মকর্তা।
বৃহস্পতিবার দুপুরে নগরীর লালদিঘীর পাড়স্থ সিএমপি সদর দপ্তরে মিতুর বাবা প্রাক্তন পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন এবং মিতুর মা শাহেদা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান জানান, তদন্তের স্বার্থে মিতুর বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাদের কাছ থেকে কি তথ্য পাওয়া গেছে এ ব্যাপারে কোন কথা বলেননি তদন্ত কর্মকর্তা। মিতু হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে তিনি নিশ্চিত করেন। এর আগে এই হত্যা মামলায় বাবুল আক্তার ও মিতুর বাবাকে চট্টগ্রামে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
মন্তব্য চালু নেই