ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি ও ম্যাটস’র ফল প্রকাশ

ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সের ২০১৬ ও ২০১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি ঢাকা, রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ঝিনাইদহ ও সিলেটের বিভিন্ন অনুষদ ও ম্যাটস্ বাগেরহাট, কুষ্টিয়া, নোয়াখালী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, ফরিদপুর ও ঝিনাহদহ পরীক্ষার ফলাফল মেধা, পছন্দ ও কোটার ভিত্তিতে চূড়ান্ত করা হয়।

পরীক্ষার ফলাফল স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে। আগামী ২৮ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। আগামী ১ জানুয়ারি ক্লাস শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।



মন্তব্য চালু নেই