ডিপার্টমেন্ট স্টোরে রোবট রিসিপশনিস্ট
জাপানে এখন থেকে রিসিপশনিস্টের কাজ করবে রোবট। এই প্রযুক্তি উদ্ভাবন করেছে ওসাকা ইন্টেলিজেন্ট রোবোটিকস ল্যাবেরটরি’র হিরোশি ইশিগুরো নামের এক প্রযুক্তিবিদ।
টোকিওতে একটি ডিপার্টমেন্টাল স্টোরে স্টোরকিপার হিসেবে কাজ শুরু করছে এই রোবট। আইকো চিহিরা নামের এই রোবট কে নিয়োগ দিয়েছে মিটসুকেসি নিহোমবাশি নামের দোকানের মালিক। এই রিসেপশনিস্ট রোবট হাস্যজ্জল ভঙ্গিতে স্বাগত জানাচ্ছে ক্রেতাদের।
পাশাপাশি রোবটের স্বাগত জানানোর বিষয়টি ডিপার্টমেন্টাল স্টোরে আসা ক্রেতা ও শিশুদের আনন্দ দিচ্ছে। অনেক ছবিও তুলছেন জাপানি ঐতিহ্যবাহী পোশাক ও নারী চেহারার আদলে তৈরি রোবটটির সঙ্গে।
রোবটটি তৈরি করেছে জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান তোশিবা। প্রতিষ্ঠানটি জানিয়েছে এটিকে আরও আপগ্রেড করে ভাষা শিক্ষাও দেয়া হবে। এর মধ্যে জাপানিজ, চাইনিজ ও ইংরেজি শিক্ষা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তোশিবা।
তথ্যসুত্রঃ রয়টার্স
মন্তব্য চালু নেই