ডাক্তার ও নার্সদের ধর্মঘট বন্ধে হাইকোর্টে রিট
রোগীদের চিকিৎসা নিশ্চিত করার জন্য ডাক্তার ও নার্সদের ধর্মঘট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ।
রিট আবেদনে ডাক্তার ও নার্সদের ধর্মঘট ডাকার পেছনে যারা দায়ী, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে ডাক্তার/নার্সরা ডিউটিকালীন ধর্মঘট বা কর্মবিরতি করেন কি না, প্রতি সপ্তাহে দুবার তা পরিদর্শন করতে নির্দেশনা জারির আবেদন করা হয়েছে।
মনজিল মোরসেদ জানান, বিভিন্ন সময়ে ডাক্তার/নার্সরা বিভিন্ন কারণে ধর্মঘট ও কর্মবিরতিতে যান। হাসপাতালে ডাক্তার ও নার্সদের এসব ধর্মঘট ও কর্মবিরতির ফলে দেশের বিভিন্ন হাসপাতালে রোগীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এ বিষয়ে পত্রিকায় বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়। এ অবস্থা বিবেচনায় নিয়ে হাইকোর্টে রিট করা হয়।
মন্তব্য চালু নেই