ঠাকুরগাঁও ৩টি কেন্দ্রের ফলাফল স্থগিত কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ

ঠাকুরগাঁও ৩টি কেন্দ্রের ফলাফল স্থগিত ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফলাফল স্থগিত করে ব্যালট পেপার ও মালামাল রিটার্নিং অফিসারের কাছে হস্তান্তর করেছেন।

কেন্দ্রগুলো হচ্ছে ঠাকুরগাও পৌরসভার পলিটেকনিক ইনস্টিটিউট, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি মহিলা কলেজের পুরুষ কেন্দ্রটি।

অভিযোগে জানা যায়, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও ঠাকুরগাও পৌরসভার পলিটেকনিক কলেজ কেন্দ্রে অবৈধভাবে সিল মারার সময় বাঁধা দিলে সরকার দলীয় লোকজন ব্যালট বাক্স নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে।

এ ঘটনাকে কেন্দ্র করে ২ ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে।
তবে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের অভিযোগ আ’লীগ প্রার্থীর সন্ত্রাসীরা এসব ঘটনা ঘটনাচ্ছে।

এ ব্যাপারে রিটার্নিং অফিসার আফম ফজলে রাব্বীর কাছে জানতে চাইলে কেন্দ্র স্থগিতের কথা স্বীকার করেছেন।



মন্তব্য চালু নেই