ঠাকুরগাঁও প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালি

জাতির প্রতিজ্ঞা” “মানসম্মত শিক্ষা, এই স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আজ সকালে ঠাকুরগাঁও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রাইমারী ট্রেনিং ইন্সটিটিউটে গিয়ে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিয়াকত আলী প্রমুখ।

ঠাকুরগাঁও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হারেসের এর সভাপতিত্বে উক্ত র‌্যালিটি অনু্ষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই