ঠাকুরগাঁওয়ে ১০দিন ব্যাপি বৃক্ষমেলা শুরু

দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবো দেশ এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে ঠাকুরগাঁওয়ে ১০দিন ব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। এ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মন্জুরুল আলম প্রধান, জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপ পরিচালক আরশেদ আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জিতেন্দ্র নাথ রায়।

জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারন অথিদপ্তরের আয়োজনে এ মেলার আয়োজন করে। আজ সোমবার থেকে শুরু হয়ে আগামী ১২ আগষ্ট পর্যন্ত মেলা চলবে। মেলায় কৃষি সম্প্রসারন বিভাগ, বন বিভাগ সহ বিভিন্ন নার্সারীর প্রায় ৫০ টি স্টল দেওয়া হয়েছে। এসব স্টলে ফলদ , বনজ, ঔষুধি বৃক্ষের চারা প্রদর্শনী ও বিক্রির জন্য রাখা হয়েছে।

মেলা উদ্ভোধনের পূর্বে এসিআই ফরমুলেশন্স লি. এর আয়োজনে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে।



মন্তব্য চালু নেই