ঠাকুরগাঁওয়ে মে দিবস উপলক্ষে আলোচনা সভা

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে মে দিবস পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে শ্রমিক ঐক্য পরিষদের অস্থায়ী কার্যালয় থেকে বিশাল র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে

ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ঐক্য পরিষদের সেক্রেটারি মো. মনির হোসেন, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জব্বার, হোটেল রেস্তোরাঁ ইউনিয়নের সাধারণ সম্পাদক মামনুর রশিদ নেপাল, দোকান প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের

সভাপতি এম.এ.আব্দুল মানিক, বৈদ্যুতিক শ্রমিক পরিষদের সেক্রেটারি স্বপন মোহাম্মদ, কাঠ মিস্ত্রি ইমারতের সভাপতি শামসুল ইসলাম সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা ও র্যালিতে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল গফুর ভুইয়া। আলোচনা সভায় বক্তরা বলেন, বাংলাদেশে যত উন্নয়ন সব কিছুই

আমাদের শ্রমিকদের জন্য। অথচ শ্রমিকরা নানা ভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কাজের তুলনায় যথেষ্ট পারিশ্রমিক দিচ্ছে না মালিকমহলের কিছু লোকজন। এসময় শ্রমিক নেতারা সকল শ্রমিকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সরকারের কাছে তাদের ন্যায্য অধিকারের দাবি করেন।



মন্তব্য চালু নেই