ঠাকুরগাঁওয়ে বিশ্ব মা দিবস উদ্যাপন
শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বিশ্ব মা দিবস উদ্যাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যালি, আলোচনাসভা, স্বপ্নজয়ী মা’কে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ।
(রোববার) সকালে জেলা প্রশাসনের কার্যালয় চত্বর একটি বণার্ঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে গিয়ে শেষ ।
পরে সেখানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলী খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।
পরে স্বপ্নজয়ী নির্বাচিত ৬ মা’কে সম্মাননা প্রদান করা হয়। এসময় তাদের হাতে একটি করে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
মন্তব্য চালু নেই