ঠাকুরগাঁওয়ে প্রাক প্রাথমিক শিক্ষা বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত
উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রাক -প্রাথমিক শিক্ষা বিষয়ক এক ওরিয়েন্টেশন আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।ঠাকুরগাঁও শহরের গড়েয়া সড়কে অবস্থিত মানবকল্যান প্রশিক্ষন কেন্দ্রে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ কর্মশালা চলে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হারেস এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা বিভাগের রংপুর বিভাগের উপ পরিচালক মহিউদ্দীন আহম্মদ তালুকদার,অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মন্জুর আলম প্রধান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা বিভাগের ঢাকার মনিটরিং বিষয়ক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম,প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক ও সাধারন সম্পাদক বদরুল ইসলাম বিপ¬ব।কর্মশালায় প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, পঠনের কোৗশল,শ্রেনী কক্ষের পরিবেশ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারি জেলা শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জল হোসেন।কর্মশালায় জেলার ৫ উপজেলার উপজেলা প্রাথমিক কর্মকর্তা ও সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগন অংশ নেন।
মন্তব্য চালু নেই