ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযান গ্রেফতার আরো ২৯

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযান গ্রেফতার আরো ২৯ প্রতীকী ছবি সন্ত্রাস ও জঙ্গি বিরোধী পুলিশের সাঁড়াশি অভিযানে ঠাকুরগাঁও জেলায় আরো ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঠাকুরগাঁও সদরে ১৪ জন, বালিয়াডাঙ্গীতে ৬ জন, পীরগঞ্জে একজন, রানীশংকৈলে চারজন ও হরিপুরে চারজনকে গ্রেফতার করা হয়।

ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জানান, জামাত, শিবির ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাস ও জঙ্গি বিরোধী পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য চালু নেই