ট্রেলার দেখেই মুগ্ধ অনিমেষ আইচ
মুক্তির আগেই বেশ আলোচিত হয়েছে প্রশান্ত অধিকারী পরিচালিত অনুদানের চলচ্চিত্র ‘হাডসনের বন্দুক’। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য এ সিনেমাটির সিংহভাগ দৃশ্যধারণ শেষ হয়েছে। ইতোমধ্যে প্রকাশ হয়েছে চলচ্চিত্রটির প্রথম অফিসিয়াল ট্রেলার। আর তাতেই প্রশংসায় পঞ্চমুখ অনিমেষ আইচ।
‘হাডসনের বন্দুক’ প্রসঙ্গে নির্মাতা প্রশান্ত অধিকারী মঙ্গলবার বলেন, ‘এ মাসের শেষ সপ্তাহে সিনেমাটির একটি গানের দৃশ্যের কিছু অংশের দৃশ্যধারণ হবে। এরপরই দৃশ্যধারণ পর্ব শেষ হবে। আমরা আশা করছি সব কিছু ঠিক থাকলে রোজার ঈদের পর সিনেমাটি মুক্তি দিতে পারব। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে।’
ইউটিউবে ‘হাডসনের বন্দুক’ চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ হয় ৪ এপ্রিল। সে ট্রেলার দেখে প্রশংসা করেছেন ‘জিরো ডিগ্রি’ খ্যাত নির্মাতা অনিমেষ আইচ। তিনি ফেসবুকে লেখেন, ‘প্রশান্ত আমি ট্রেলার দেখে মুগ্ধ। সিনেমা দেখে আরও বেশি মুগ্ধ হতে চাই। হাডসনের বন্দুক সিনেমার জন্য ভালবাসা।’
চলচ্চিত্রটিতে অভিনয় করছেন মৌসুমী হামিদ, মাহমুদুল ইসলাম মিঠু, লুৎফর রহমান জর্জ, জোবায়ের, মিশু চৌধুরী, মাজিদ সিখালাইভ, অর্ণব মারগুলিস অন্তু, নাসিরসহ অনেকে।
মন্তব্য চালু নেই