ট্রেনে চড়ে দিল্লি যাচ্ছেন শাহরুখ
ছবির প্রচার কী ভাবে করতে হয় তা শাহরুখ খানের কাছ থেকে শেখা উচিত। অনেক দিন ধরেই নিজের মার্কেটিং মাইন্ড দিয়ে সকলের সম্ভ্রম আদায় করেছেন তিনি। যে কোন ছবির প্রোমোশনে নিজে হাজির থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত।
শাহরুখ খানের আসন্ন ছবি ‘রইস’। শোনা যাচ্ছে তার প্রচারে আগামী সোমবার মুম্বাই থেকে দিল্লি পর্যন্ত ট্রেনে সফর করবেন বলিউড বাদশা।
প্রযোজক রীতেশ সিদ্ধবাণীর কথায়, ‘‘আমাদের সকলেরই ট্রেনে চড়তে ভাল লাগে। অনেকদিন ট্রেনে চড়া হয়নি। এই ট্রেন সফর নিয়ে আমরা সকলে উত্তেজিত। ’’ সোমবার রাজধানী এক্সপ্রেসে শাহরুখের সঙ্গে ছবির অন্যান্য কলাকুশলীরাও থাকবেন। ট্রেনটি আন্ধেরি, বরিভালি, সুরাত, ভদোদরা, কোটা, মথুরা সহ কয়েকটি জায়গায় থামবে।
উল্লেখ্য, আগামী বুধবার মুক্তি পেতে চলেছে রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’। এই প্রথম শাহরুখ-মাহিরা ম্যাজিক পর্দায় দেখবেন দর্শক।
মন্তব্য চালু নেই