ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন স্কুলছাত্রই নিহত
শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকচাপায় তিন স্কুলছাত্র মারা গেছে। আজ শুক্রবার বিকালে উপজেলার নয়াবিল রোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো নালিতাবাড়ীর নাকুগাঁও গ্রামের আব্দুর রহিমের ছেলে জামাল (১৭), আলাল উদ্দিনের ছেলে নজরুল (১৭) এবং হাবিবুর রহমানের ছেলে রাজন (১৬)। তারা সবাই নয়াবিল শহীদ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল বলে জানা গেছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে ওই তিনজন একটি মোটরসাইকেলে করে নালিতাবাড়ি থেকে নাকুগাঁও যাচ্ছিল। পথে একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই জামাল ও নজরুলের মৃত্যু হয়। স্থানীয়রা রাজনকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
পুলিশ জানায়, ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহত তিনজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য চালু নেই