ট্রাইব্যুনাল বিষয়ে যুগান্তরের খবর ভিত্তিহীন
দৈনিক যুগান্তর পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘মামলার নথি গায়েব’ শিরোনামে যে খবর প্রকাশ করা হয়েছে তা অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি (চিফ প্রসিকিউটর) গোলাম আরিফ টিপু।
রোববার প্রসিকিউশন ভবনের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের তিনি এ কথা বলেন।
গোলাম আরিফ টিপু বলেন, ‘মামলার নথি গায়েব হওয়া নিয়ে যে তথ্য দেয়া হয়েছে তার কোনোটাই সত্য নয়। সব নথি যথাস্থানেই রয়েছে।’
তিনি আরো বলেন, ‘প্রকাশিত খবরে ‘কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার’ নামে একটি টার্ম ব্যবহার করা হয়েছে। আমাদের কাছে এমন কোনো তথ্যভাণ্ডার নেই। তবে আমাদের সব তথ্য ঠিক ঠাক রয়েছে।’
এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে কি না এ প্রসঙ্গে গোলাম আরিফ বলেন, ‘প্রকাশিত খবরের বিষয়ে আমরা কোনো ধরনের আইনত পদক্ষেপ গ্রহণ করবো কি না তা বসে সিদ্ধান্ত নেব।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- প্রসিকিউটর জেয়াদ আল মালুম, প্রসিকিউটর ঋষিকেশ সাহা, প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমনসহ প্রমুখ।
মন্তব্য চালু নেই