টেস্ট র‍্যাংকিংয়ে আটের কাছাকাছি বাংলাদেশ

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ এখন অন্যতম শক্তিশালী দল। তাই ওয়ানডে র‍্যাংকিংয়ে উন্নতি হয়ে সপ্তম স্থানে আছে মাশরাফির দল। এবার টেস্ট র‍্যাংকিংয়েও এগিয়ে যাওয়ার পালা। মিরপুর টেস্টে ঐতিহাসিক জয় পেয়ে ওয়েস্ট ইন্ডিজের একেবারে ঘাড়ের ওপরে শ্বাস ফেলছে বাংলাদেশ।

ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ৫৭ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ ছিল নবম স্থানে। মিরপুরে ১০৮ রানের দুর্দান্ত জয় পেলেও র‍্যাংকিংয়ে উন্নতি হয়নি সাকিব-মুশফিকদের। তবে মূল্যবান আটটি পয়েন্ট যোগ হয়েছে হিসাবের খাতায়।

এখন বাংলাদেশের পয়েন্ট ৬৫। মাত্র দুই পয়েন্ট বেশি নিয়ে অষ্টম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের কাছে প্রথম দুই টেস্টেই হার মেনেছে ক্যারিবীয়রা। চলমান তৃতীয় টেস্টেও হেরে গেলে আরেকটি পয়েন্ট হারাবে তারা। তখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান হবে মাত্র এক পয়েন্টের। আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ওই সিরিজে ভালো করতে পারলে অষ্টম স্থানে ওঠার উজ্জ্বল সম্ভাবনা।

আইসিসির সর্বশেষ র‍্যাংকিংয়ে কোনো পরিবর্তন হয়নি। ১১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট ১১১। পরের দুটি স্থানে আছে অস্ট্রেলিয়া (১০৮) ও ইংল্যান্ড (১০৫)। মিরপুর টেস্ট হেরে যাওয়ায় ইংল্যান্ড অবশ্য তিন পয়েন্ট হারিয়েছে।



মন্তব্য চালু নেই