টেস্ট ম্যাচে ওয়ানডে স্টাইলে ব্যাট করে হাফসেঞ্চুরি করলেন সৌম্য

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে গলে টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে দ্রুত হাফসেঞ্চুরি করে নিয়েছেন ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার।

শ্রীলঙ্কার করা ৪৫৬ রানের জবাবে ওপেনিং ব্যাট করতে নেমেই দলকে ওয়ানডে স্টাইলে ব্যাটিং উপহার দেন সাতক্ষীরার ছেলে সৌম্য। মাত্র ৪৪ বলেই হাফসেঞ্চুরি তুলে নেন উদীয়মাণ এই টাইগার। ব্যক্তিগত অর্ধশত করতে ৬টি চার এবং একটি ছক্কা হাঁকিয়েছেন সৌম্য।

তার সঙ্গে ৪৪ বলে ১৩ রান নিয়ে ব্যাট করছেন তামিম ইকবাল। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৫ ওভারে ৬৭ রান।



মন্তব্য চালু নেই