টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব

অনেক দিন পর আইসিসি টেস্ট অরাউন্ডারের শীর্ষ র‌্যাঙ্কিং থেকে দুইয়ে নেমে গেলেন বাংলাদেশের সাকিব আল হাসান। সাকিবের জায়গা দখল করে নেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারণ বোলিং এবং ব্যাট করা ভারতের রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের রেটিং পয়েন্ট ৪০৬, আর সাকিবের ৩৮৪।

টেস্টে অল রাউন্ডারের শীর্ষ স্থান হারালেও ওয়ানডে অল রাউন্ডারের এক নম্বর জায়গাটা ধরে রেখেছেন সাকিব আল হাসান। ওয়ানডেতে সাকিবের রেটিং ৪১৬। আর দ্বিতীয় স্থানে থাকা লঙ্কান তারকা তিলেকারত্নে দিলশানের পয়েন্ট ৩৬৬। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতেও শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব।

ওয়ানডে সেরা বোলারদের তালিকায় চার নম্বরে আছেন সাকিব। সাম্প্রতিক সময়ে দারুণ করলেও তালিকার ৪৩ নম্বরে আছেন বালাদেশের পেস তারকা মুস্তাফিজুর রহমান। ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের যৌথভাবে ১৮ নম্বরে আছেন সৌম্য সরকার মুস্তাফিজুর রহমান। তামিম ২৭ ও সাকিব রয়েছেন ৩১ নম্বরে।



মন্তব্য চালু নেই