টেকনাফ ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্পন্ন

ফয়েজুল ইসলাম রানা, টেকনাফ: টেকনাফ ডিগ্রী কলেজ ২০১৬ সালের এইচ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৩০ মার্চ সকালে কলেজ হল মিলানায়তনে ভারপ্রাপ্ত অধ্যাপক শামসুল আলমের সভাপতিত্বে শুরুতে ও সন্তোষ কুমার শীলের সঞ্চলনায় বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান শুরু হয়।

বিদায় ছাত্র আমান উল্লাহ পবিত্র কোরআন তেলাওয়াত করেন, বিদায়ী মানপত্র পাঠ করেন ১ম বর্ষের ছাত্রী হুমাইরা আকতার । বিদায়ী ছাত্রদের পক্ষে ফয়েজুল ইসলাম রানাকে ১ম বর্ষের ছাত্র মোঃ আমিন ও বিদায়ী ছাত্রীদের পক্ষ্যে হুমাইয়রা আক্তার মুন্নিকে ১ম বর্ষের ছাত্রী ইয়াছমিন আক্তার ফুল দিয়ে বিদায় জানান।

বিদায়ী ও কলেজের শিক্ষার্থীদের পক্ষ্য থেকে বক্তব্য রাখেন, মোঃ শাকিল খান, শ্রুতি ধর, জিয়াউর রহমান জিয়া, রাসেল উদ্দীন, দিলায়ারা বেগম, আব্দুল বাসেদ, ইব্রাহীম বাবলু, রুমি পাল। অধ্যপকদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক রুহুল আমিন ভুইয়া, ভবতোষ বিশ্বাস, মোজাম্মেল হক, আবদুল গফুর, জয়নাল আবেদিন, নুরুল ইসলাম, অশোক কুমার, কৃঞ্চ মিলন মজুমদার, মাইন উদ্দিন, ফারুক আহামেদ, আসাদুজ জামান, আবদুর রাজ্জাক, মো. রফিক উদ্দিন, হাসিনা বেগম, আবু তাহের, পারিয়েল সামিহা শারিকা, আসাদুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, কৃষ প্রসাদ ঘোষ প্রমুখ।

বিদায়ী অনুষ্টানের বিদায়ী ছাত্র রিয়াজ উদ্দিন কন্ঠে বিদায়ী সংগীত পরিবেশন করেন। তবে অনুষ্টানে অনেক শিক্ষক অনুপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত অধ্যাক্ষ শামসুল আলম বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, টেকনাফের ছাত্রীরা শুধু গৃহিনী হবে সেইটা আমাদের কাম্য নয়। আমরা আশা করি তোমরা সবাই শিক্ষায় শিক্ষিত হয়ে গৃহীনি হওয়ার পাশাপাশি ম্যাজিষ্ট্রেট, ডাক্তার, ব্যাংককার, অধ্যাপিকা হবে এই প্রত্যাশা তোমাদের কাছে। আশা করি তোমরা এইটা পুরণ করবে।



মন্তব্য চালু নেই