টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ২০হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। টেকনাফ লামার বাজার ব্রীজের নীচে খালের পাড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহষ্পতিবার ৩টার দিকে এগুলো উদ্ধার হয়।
৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টেকনাফ বিওপির জেসিও নায়েব সুবেদার আবুল কালাম আজাদ অভিযানের নেতৃত্ব দেন।
সূত্র জানায়, মায়ানমার হতে নৌকাযোগে ইয়াবার একটি চালান টেকনাফ লামার বাজার ব্রীজের খালের পাড় দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ওই স্থানে উৎপেতে বসে থাকে। পরে সেখানে ইয়াবা পাচারকারিরা পৌছলে বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে লাফ দিয়ে দৌড়ে কেওড়া বাগানের ভিতর পালিয়ে যায়। পরে ওই নৌকা তল্লাশী করে একটি ব্যাগ হতে ৬০ লক্ষ টাকা মূল্যমানের ২০ হাজার পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবির সদস্যরা।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে বিজিবি সূত্রে জানায়।



মন্তব্য চালু নেই