টেকনাফে পুলিশের অভিযানে ৩ হাজার ৮শ ইয়াবাসহ এক নারী আটক

টেকনাফে পুলিশের অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। আটক নারী হচেছ, সাবরাং মুন্ডারডেইল এলাকার মো: সোহেলের স্ত্রী মরিয়ম খাতুন (২৬)।

টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, ১০ মে রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে থানা পুলিশের এএসআই গবিন্দ কুমারের নেতৃত্বে একদল পুলিশ টেকনাফ পৌরসভার কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৮শ পিস ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়। এসময় নুর হাকিম নামক এক যুবক কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে পলাতক আসামী করে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন।



মন্তব্য চালু নেই