টেকনাফে কোস্টগার্ডের অভিযান ইয়াবাসহ ২ পাচারকারী আটক

টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে কোস্টগার্ডের একটি বিশেষ টিম নাফনদীর কেওড়া বাগান এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করে। আটককৃত হচ্ছে, টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলীর মৃত কবির আহমদের ছেলে মো.সাবের (১৬) একই এলাকার মো.সেলিমের ছেলে হোসেন আহমেদ(১৭)।

টেকনাফ কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার লে.ডিকসন চৌধুরী জানান, গোপন সংবাদে নাফনদীর দিয়ে ইয়াবা পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে একটি ছোট নৌকাসহ দুই পাচারকারীকে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের স্বীকারোক্তি মতে পলাতক আসামী করে মামলা দায়ের করা হচ্ছে।

আটককৃতদের স্কীকারোক্তি মতে, টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার ছৈয়দ প্রকাশ মাষ্টারের ছেলে কামাল হোসেন ও তালিমুল ইসলামের ছেলে শামসুল ইসলামের সাথে এ দুই পাচারকারী ৩ হাজার টাকার বিনিময়ে ইয়াবাগুলো পাচার করেছিল।



মন্তব্য চালু নেই