টেকনাফে এসএসসি’র পরীক্ষার ফলাফলে জিপিএ-৭ : শীর্ষে এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়

গত কাল প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে টেকনাফ উপজেলা থেকে জিপিএ-৭ (এ+) পেয়েছে। এবারের ফলাফলে টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন ও টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) পেয়েছে ।

টেকনাফ উপজেলার ১১ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে শাহপরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয় ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৮ জন, পাসের হার শতকরা ৯৫। সাবরাং উচ্চ বিদ্যালয় ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ জন পাস করেছে, পাসের হার ৯২.৮৬।

টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় ৪১ জনে ৫ জন জিপিএ-৫ (এ+) সহ পাস করেছে ৩৭ জন, পাসের হার ৯০.২৪, হোয়াইক্ষ্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয় ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪১ জন পাসের হার ৮৫.৪২। শামলাপুর উচ্চ বিদ্যালয় ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮ জন পাসের হার৭৯.১৭, ‎নয়াবাজার উচ্চ বিদ্যালয় ১২০ জনে ৯৪ জন পাসের হার ৭৮.৩৩। লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয় ২৩ জনে ১৮ জন পাসের হার ৭৮.২৬।

টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় ৭৮ জনে ২ জন জিপিএ-৫ (এ+) সহ ৬০ জন পাস করেছে পাসের হার৭৬.৯২। নয়াপাড়া নবী হোছাইন উচ্চ বিদ্যালয় ২৮ জনে ২১ জন পাসের হার ৭৫। হ্নীলা উচ্চ বিদ্যালয় ১১৪ জনে ৮৪ জন পাসের হার ৭৩.৬৮। হ্নীলা বালিকা বিদ্যালয় ৩৯ জনে ২৮ জন পাসের হার ৭১.৭৯ এবং সবার শেষে সেন্টমার্টিন বিএন ইসলামিক উচ্চ বিদ্যালয় ১৪ জনে পাস করেছে ১০ জন পাসের হার ৭১.৪৩।



মন্তব্য চালু নেই