টুইটারে যাকে ফলো করেন মোদি

ভারতে সব থেকে বেশি টুইটার ফলোয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। টুইটারে নরেন্দ্র মোদিকে ফলো করেন প্রায় ২ কোটি ৮৭ লাখ মানুষ। আর প্রধানমন্ত্রী ফলো করেন ১ হাজার ৬৯৮ জনকে। এর মধ্যেই রয়েছেন বেঙ্গালুরুর এক যুবক। বেঙ্গালুরুর বাসিন্দা টুইটার ইউসার আকাশ জৈন কিছু দিন আগে বোনের বিয়ের কার্ডের ছবি টুইট করেন। সেই বিয়ের কার্ডেই ছিল প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ভারত-এর লোগো। আকাশ টুইটে লেখেন, তাঁর বাবার ইচ্ছাতেই স্বচ্ছ ভারত মিশনের প্রচারের জন্য বিয়ের কার্ডে এই লোগো ছাপা হয়েছে।

সেই টুইটটি নজরে আসে স্থানীয় সাংসদ প্রতাপ সিংহের। তিনি আকাশ জৈনের টুইটটি রিটুইট করেন। এর পরে সেটি প্রধানমন্ত্রীর নজরে আসে। আর এতটাই ভাল লেগে যায় যে নরেন্দ্র মোদি আকাশ জৈনকে ফলো করার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে আকাশের টুইট রিটুইট করেন প্রধানমন্ত্রী।

এর পরে আকাশ জৈনের টুইটারে অসংখ্য টুইট বার্তা আসতে থাকে। একটু একটু করে ছড়িয়ে পড়ে খবর আর এখন বেঙ্গালুরুর আকাশ জৈন গোটা দেশে পরিচিত নাম। নিজের অসংখ্য ফলোয়ার থাকলেও খুবই কম টুইটার ইউজারকে ফলো করেন মোদি। তার মধ্যে এক জন হয়ে ওঠা আকাশ তো বিখ্যাত হবেনই।



মন্তব্য চালু নেই