টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার সাকিব

টেস্টের পর টি-টোয়েন্টির অলরাউন্ডার তালিকায় শীর্ষে উঠে এসেছেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের পর টেস্ট অলরাউন্ডারের তালিকার শীর্ষে উঠে আসেন তিনি। আর শনিবার রাতে এলেন টি-টোয়েন্টি তালিকাতে। ৩৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন সাকিব আল হাসান। শীর্ষে উঠে আসতে সাকিব পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজকে। হাফিজের পয়েন্ট ৩৬৪। ৩২৭ পয়েন্ট নিয়ে তিনে রয়েছেন বুমবুম খ্যাত শহীদ আফ্রদি।

এরপর আছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন (৩১৯), ভারতের যুবরাজ সিং (৩১০), শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস (২৮৬), ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস (২৮৫), দক্ষিণ আফ্রিকার জেপি দুমিনি (২৪৭), আয়ারল্যান্ডের পল স্টারলিং (২২২) ও ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (২২১)।

টেস্ট অলরাউন্ডার তালিকায় ৩৯৮ রেটিং নিয়ে সবার ওপরে রয়েছেন সাকিব আল হাসান। আর একদিনের ক্রিকেটে সাকিবের অবস্থান তিন নাম্বারে। পয়েন্ট ৪০৩। ৪২৩ পয়েন্ট নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। দুইয়ে রয়েছেন মোহাম্মদ হাফিজ (৪১১)।



মন্তব্য চালু নেই