টিভি অনুষ্ঠানের মতো প্রোগ্রাম দেখাতে আগ্রহী ফেসবুক

এবার টিভি অনুষ্ঠানের মতো প্রোগ্রাম দেখাতে আগ্রহী হয়ে উঠছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এমনকি এর জন্য প্রতিষ্ঠানটি অর্থ খরচ করতেও রাজি আছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, সাপ্তাহিক অনুষ্ঠানের দিকেই বেশি জোর দিচ্ছে ফেসবুক। খেলাধুলা থেকে শুরু করে বিজ্ঞান, গেমিংয়ের মতো বিভিন্ন বিষয় নিয়ে হবে অনুষ্ঠানগুলো এবং এই প্রোগ্রামগুলোর প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ৩০ মিনিট। এছাড়া, এসব অনুষ্ঠানের জন্য ফেসবুক ‘প্রিমিয়াম ডিজিটাল রেট’ প্রদান করবে। অর্থাৎ প্রতিটি পর্বের জন্য একদম নিম্ন থেকে শুরু করে ছয় অংক পর্যন্ত অর্থ প্রদান করা হবে। তবে এই মূল্য গতানুগতিক টিভি চ্যানেল বা নেটফ্লিক্সের চেয়ে অনেক কম হবে।
তবে, ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এখনও কোনো মন্তব্য করেনি ফেসবুক।



মন্তব্য চালু নেই