টিকাটুলিতে বাস উল্টে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা নিহত

রাজধানীর টিকাটুলির ইত্তেফাক মোড়ে একটি বাস উল্টে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এতে তিন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে একজন মারা যান।

নিহত বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার নাম গোলাম হোসেন (৪৫)। আহতরা হলেন- জালাল উদ্দিন (৫৬), সুজন (২৮) ও সাহিদা (৪৫)।

এদের মধ্যে সাহিদা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরতে পারলেও জালাল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। সুজনের পা ভেঙে গেছে।

টিকাটুলি এলাকার ট্রাফিক কনস্টেবল মফিজুল ইসলাম বলেন, এ ঘটনায় ঘাতক বাসটির চালক ও হেলপার পালিয়েছে।



মন্তব্য চালু নেই