টিউলিপ, রূপা ও রুশনারাকে রাষ্ট্রপতির অভিনন্দন

বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করায় বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিক, রূপা হক ও রুশনারা আলীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম টেলিফোনে জানিয়েছেন, রাষ্ট্রপতি বলেছেন, বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে বিজয়লাভ করায় বৃটিশ-বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আবদুল হামিদ বৃটেনে পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালনে তাদের সাফল্য কামনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক ২৩ হাজার ৯৭৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। কনজারভেটিভ পার্টির প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২২ হাজার ৮৩৯ ভোট। রুপা হক পেয়েছেন ২২ হাজার ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী পেয়েছেন ২১ হাজার ৭২৮ ভোট। রুশনারা আলী ৩২ হাজার ৩৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী পেয়েছেন ৮ হাজার ৭০ ভোট।

এ ছাড়াও বৃটেনের শীর্ষ স্থানীয় একটি পত্রিকায় টিউলিপকে রাজনীতিতে উদীয়মান তারকা হিসেবে উল্লেখ করা হয়েছে।



মন্তব্য চালু নেই